একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও কলেজ রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি
Thursday, September 07, 2023
0
একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও কলেজ রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি
২০২৩ সালের এইচএসসি-আলিম একাদশ শ্রেণির ১ম দফার ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ ও কলেজ নিশ্চায়নের রেজিষ্ট্রেশন পেমেন্ট যাচাই পদ্ধতি সম্পর্কে জানুন।
কলেজ একাদশের ভর্তি রেজাল্ট পরবর্তী কলেজ নিশ্চায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। নির্ধারিত তারিখের মধ্যে নিশ্চায়ন না করলে কলেজ সিলেকশন বাতিল হবে।
এইচএসসি-আলিম ভর্তির ১ম পর্যায়ের মেধা তালিকার ফল ৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ সন্ধার সময় প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশের পর হতে মোবাইল এসএমএস ও অনলাইনে ১ম দফার কলেজ ভর্তির রেজাল্ট পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, ১ম পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে।
এই নিশ্চয়নের অর্থ হলো, নির্বাচিত কলেজের ভর্তির জন্য বোর্ডের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা। নিশ্চয়ন ফি পরিশোধ করা মানে, নির্বাচিত কলেজ শিক্ষার্থী ভর্তি হবেন এটা নিশ্চিত করা।
কলেজ নিশ্চয়ন না করলে, সংশ্লিষ্ট কলেজের নির্বাচন ও ভর্তি আবেদন বাতিল হবে। এতে করে নতুন করে আবেদন ফি দিয়ে আবারো ভর্তি আবেদন করতে হবে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।
একাদশ শ্রেণির ভর্তির নিশ্চায়ন ফি ৩৩৫/= (তিন শত পঁয়ত্রিশ) টাকা। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতির মাধ্যমে এই বোর্ড ফি পরিশোধ করতে হবে।
১ম পর্যায়ের শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ৭/০৯/২০২৩ থেকে ১০/০৯/২০২৩ খ্রি. তারিখের মধ্যে।
(ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী। এর সঠিক সময় জানতে প্রতিনিয়ত ভর্তি ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) ভিজিট করুন
.jpg)
